প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৪, ৪:২৪ পি.এম
ওএমএসের চাল-আটা বিক্রিতে স্বস্তি, কোথাও অনিয়ম হচ্ছে না – ইউএনও ইমরান খান
লক্ষ্মীপুর ওএমএসের চাল-আটা বিক্রি শুরু হয়েছে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে রায়পুর উপজেলা খাদ্য।
বৃহস্পতিবার( ৫ সেপ্টেম্বর ) রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ওএমএস এর কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার, ইমরান খান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ক্যাপ্টেন আবেদ, উপজেলা খাদ্য কর্মকর্তা মাইনুল হোসেন পলাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উথুই মারমা,রেড রায়পুর যুব রেড ক্রিসেন্ট, লক্ষ্মীপুর প্রতিনিধি আল মাজেদ সিয়াম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন - রায়পুর(Official) প্রতিনিধি রাকিব।
রায়পুর উপজেলা দশটি ইউনিয়ন ও রায়পুর পৌরসভার নয়টি ওয়ার্ড এলাকায় ডিলারশিপের মাধ্যমে চালু হয়েছে। এটা স্বস্তি মিলেছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে।
ওএমএসের আওতায় সরকার ৩০ টাকা কেজি দরে চাল ও ২৪ টাকা কেজি দরে আটা বিক্রি শুরু হয়েছে। এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডধারীরাও অগ্রাধিকার ভিত্তিতে চাল কিনতে পারবে।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829