আগামী ১৮ ডিসেম্বর থেকে ২০২৩ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত বোর্ডের বিদ্যালয় শাখা থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে নবম শ্রেণির (২০২৩ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থী) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। বোর্ড থেকে বিষয়টি জানিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, ১৮ ডিসেম্বর ঢাকা মহানগর, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার স্কুলগুলোর শিক্ষার্থীদের এসএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। ১৯ ডিসেম্বর গাজীপুর, মানিকগঞ্জ ও নরসিংদী জেলার, ২০ ডিসেম্বর ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও কিশোরগঞ্জ জেলার এবং ২১ ডিসেম্বর টাঙ্গাইল, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার স্কুলগুলোর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে।বোর্ড জানিয়েছে, রেজিস্ট্রেশন কার্ডে কোনো ধরণের ভুল থাকলে তা পাওয়ার তিন দিনের মধ্যে সংশোধনের জন্য বোর্ডে আবেদন করতে হবে। এসময়ের মধ্যে সংশোধন না হলে এর দায় প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে।
শিরোনাম :
এসএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু ১৮ ডিসেম্বর
- ডেস্ক রিপোর্ট :
- আপডেট : ০৪:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
- ০ জন পড়েছেন
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ