প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৪, ১:২৬ পি.এম
এমপি নয়নকে রায়পুরে নাগরিক সংবর্ধনা আওয়ামীলীগের।
লক্ষ্মীপুর - ২(রায়পুর ও সদর আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়নকে উপজেলা ও পৌর আওয়ামীলীগ কতৃক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২০শে জানুয়ারি) সকাল ১০ টায় রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মারুফ বিন জাকারিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর -২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃএহসানুল কবির জগলুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর উপজেলা আ'লীগের যুগ্নসাধারন সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট,লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এহসান কবির জগলু,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী জামসেদ কবির বাকী বিল্লাহ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ আমানত হোসেন, লক্ষ্মীপুর বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্সী, উপজেলা আ'লীগের যুগ্নসাধারন কামরুল ইসলাম রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহসান কবীর রিপন, রায়পুর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী, সাধারণ সম্পাদক এম আর সুমন, রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মাসুদ হোসাইন, রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব চন্দ্র নাথ, রায়পুর ব্যবসায়িক কল্যান সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, পূজায় পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগেরসহ দলের বিভিন্ন পার্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈনিক নেতৃবৃন্দ, সুধিসমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ ও দলিল লেখক সমিতিসহ অনেকে সংবর্ধনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829