প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৪, ১:২০ পি.এম
উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসনের কঠোর নিরাপত্তায় চলছে শারদীয় উৎসব
লক্ষ্মীপুর জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ উৎসবমুখর পরিবেশে ও জেলা প্রশাসনের কঠোর নিরাপত্তায় চলছে শারদীয় উৎসব।
লক্ষ্মীপুর জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার, উপপরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পূজা উদ্যাপন পরিষদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এসময় জেলা প্রশাসক সুষ্ঠুভাবে পূজা আয়োজনে গৃহীত প্রশাসনিক ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং মনিটরিং টিম, ভিজিলেন্স টিম ও সংশ্লিষ্ট দফতরসমূহকে প্রয়োজনীয় দিকনিদের্শনা প্রদান করেন। সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে তিনি প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে যার যার অবস্থান থেকে সোচ্চার থাকার জন্য সকলকে আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829