মাহমুদুর রহমান মনজু,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে জমকালো আতশবাজি আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এমপি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে শহরের এন. আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ টুর্নামেন্টের আয়োজন করেছে লক্ষ্মীপুর উইনার্স ক্লাব। সংগঠনটির সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজের সভাপতিত্বে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
এমপি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা লক্ষ্মীপুরের ডিডি বশির আহম্মেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।
এর আগে ফুল দিয়ে অতিথিদের বরণ করেন জেলা কৃষকলীগের আহ্বায়ক সিএম আবদুল্লাহ, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক ইউসুফ পাটোয়ারীসহ সংগঠনটির আয়োজকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের আহ্বায়ক মোশাররেফ হোসেন চৌধুরী সিএম আবদুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক ইউসুফ পাটোয়ারী, সদস্য সচিব বেলাল ক্বারী, সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিনসহ আরো অনেকে।
পরে মাঠে নেমে এমপি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন করেন অতিথিরা।