প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৩, ৫:৫০ পি.এম
ইন্দো-বাংলা নোয়াখালী উৎসব কলকাতা বাংলাদেশের উৎসব কমিটি গঠন।
ইন্দো-বাংলা গ্রেটার নোয়াখালী উৎসব কলকাতা ২০২৩ এর বাংলাদেশের উৎসব কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম শাকী এমপিকে প্রধান উপদেষ্টা করে আহ্বায়ক কমিটি গঠন।
এনআডিএস এর নির্বাহী পরিচালক, আব্দুল আউয়ালকে আহ্বায়ক, দৈনিক লাখোকণ্ঠ সম্পাদক ও প্রকাশক ফরিদ আহাম্মদ বাঙ্গালীকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট উৎসব কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন যুগ্ন আহ্বায়করা হলেন ,বীর মুক্তিযোদ্ধা তরুন তপন চক্রবর্তী (কোম্পানিগঞ্জ, নোয়াখালী),অধ্যাপক মাঈনউদ্দিন পাঠান (লক্ষ্মীপুর),ডাঃ বাইজিদ ( ফেনী)
,হায়দারী সুলতানা রেজিনা (মাইজদী নোয়াখালী),নূর নবী টিপু ( সাধারণ সম্পাদক নোয়াখালী সমিতি ঢাকা)
,ইঞ্জি তোফায়েল আহমদ ( দালাল বাজার লক্ষ্মীপুর) এবং সদস্য সচিব ফরিদ আহাম্মদ বাঙ্গালী (লক্ষ্মীপুর)
সদস্য সৈয়দ মুসফিকুর রহমান (চাটখিল)
সদস্য: নজরুল ইসলাম বিপ্লব ( নোয়াখালী) ,মুকসুদুর রহমান মানিক (কোম্পানিগঞ্জ নোয়াখালী),ত্রীদিব সাহা ( রামগঞ্জ, লক্ষ্মীপুর),হুমায়ূন কবির ( রামগঞ্জ লক্ষ্মীপুর) ,শরীফ হোসেন ( নোয়াখালী সদর),মোঃ সফিকুল আলম জুয়েল (নোয়াখালী সদর),সনিয়া আহমেদ লিনা ( নোয়াখালী সদর),সফিকুল ইসলাম শুভ (রামগঞ্জ লক্ষ্মীপুর),সানাউল্লাহ সানু ( কমলনগর লক্ষ্মীপুর), আবুবকর সিদ্দিক ( ফেনী), তাবাসসুম রূপা (নোয়াখালী সদর), আহসান আলমগীর ( লক্ষ্মীপুর)
অসোক ধর (ফেনী), ইসমাইল গাজী ( লক্ষ্মীপুর), জহির মাহমুদ ( নোয়াখালী)
সদস্য: জাহাঙ্গীর আলম রানা ( রামগঞ্জ লক্ষ্মীপুর), এ্যাড আকবর হোসেন ( নোয়াখালী)
উল্লেখ্য ১৯০৫ সনে ভারতের কলকাতায় নোয়াখালী সন্মেলনী গঠিত হয়েছে। যাহা আজও মানবসেবার বহমান।
এই সমিতির উদ্যোগে আগামী ০৮ ,০৯,ও ১০ ডিসেম্বর-২০২৩, শুক্রবার , শনিবার ও রবিবার তিনদিন ব্যাপী পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে (Saltlake, Kolkata) নোয়াখালী উৎসব অনুষ্ঠিত হবে।বাংলাদেশ ছাড়াও বিশ্বের বহু দেশ থেকে নোয়াখাইল্যারা একত্রিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়কও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি উদ্বোধন করবেন ভারত সরকার কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এমপি ( ত্রিপুরা থেকে নির্বাচিত এমপি নোয়াখালী অরজিন)
এই উৎসবে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন, ধীরাজ মোহন চন্দ (কলকাতা) ও আহবায়ক রক্তিম দাস।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829