রায়পুর উপজেলার স্থায়ী লোগো নিজ হাতে আঁকা,উপজেলা প্রশাসন আর্ট স্কুল,উপজেলা প্রশাসন বাজার শেড,উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরী,
উপজেলা প্রশাসন শিশু পার্ক যার উদ্যোগে হয়েছে তিনি উপজেলা নির্বাহী অফিসার রায়পুর, লক্ষ্মীপুুর অঞ্জন দাশ ।
রায়পুুর উপজেলায় ইউএনও অনজন দাশ ২য় বর্ষ পূর্ণ করায় দৈনিক লক্ষ্মীপুর বুলেটিন এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক মু.ওয়াহিদুর রহমান মুরাদ ।
যতদিন রায়পুরে দায়িত্ব পালন করবেন ততদিন উপজেলার জনগনের জন্য ভালো ভালো কাজের শুরু করে দেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ইউএনও অনজন দাশ ।সুনামগঞ্জে সহকারী কমিশনার দিয়ে চাকুরী শুরু করা ইউএনও অনজন দাশ দেশের প্রথম চারুকারু থেকে বিসিএস প্রশাসন ক্যাডারে স্থান করে নেয়া ক্যাডার।