মোঃওয়াহিদুর রহমান মুরাদ।
জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ’র নির্দেশনায় উপজেলা প্রশাসন, রায়পুর ও উপজেলা মৎস্য দপ্তর, রায়পুর, “মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২২” উপলক্ষ্যে মেঘনা নদীতে রাতের বেলার অভিযান পরিচালনা করা হয় রবিবার রাতে।
অভিযানে উপস্থিত ছিলেন অঞ্জন দাশ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ এমদাদুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা, সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, আবদুল্লাহ আল মাহমুদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, সংশ্লিষ্টরা
“মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২২” উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, রায়পুর ও উপজেলা মৎস্য দপ্তর, রায়পুর কর্তৃক ০৭ অক্টোবর ২০২২ তারিখ থেকে শুরু হওয়া এ অভিযান /মোবাইল কোর্ট ২৮ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ।