ঢাকাবুধবার , ৩ জানুয়ারি ২০২৪
  1. International
  2. অপরাধ
  3. আত্মহত্যা
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আমাদের সম্পর্কে
  7. ইসলাম
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চিকিৎসা
  11. জাতীয়
  12. ত্রাণ
  13. ত্রাণ বিতরণ
  14. দিনলিপি
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে ঈগলের কর্মীরা আহতের দাবী।

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৩, ২০২৪ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. আনোয়ার হোসেন খাঁন ও দলীয় স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পপনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া–পাল্টা ধাওয়া হয়েছে। সোমবার রাতে উপজেলার দরবেশপুর এলাকায় এ সংঘর্ষ হয়।

এসময় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেনসহ ১০জন আহত হন। আহতদের মধ্যে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জনকে ভর্তি ও ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে দরবেশপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের ঈগল প্রতীকের সমর্থনে গণসংযোগ বের করা হয়। এসময় নৌকার প্রার্থী ডা. আনোয়ার হোসেন খানের সমর্থনে সেখানে পাল্টা গণসংযোগ শুরু করা হয়। এক পর্যায়ে নৌকার পক্ষে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেনের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এ নিয়ে দু-পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। এতে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন, আলমগীর হোসেন শেখ, ফিরোজ আলম ভুট্টু, আনোয়ার হোসেন ও মো. নুরু মোল্লাসহ ১০জন আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন অভিযোগ করে বলেন, ‘গণসংযোগ শুরু হওয়ার পর থেকে নৌকার প্রার্থীর লোকজন আমার সমর্থকদের ওপর হামলা অব্যাহত রেখেছে। গণসংযোগ চলাকালীন হামলা চালিয়ে ১০ জনকে আহত করেছে। এর আগে একইদিন সকালে পশ্চিম বিঘা এলাকায় গণসংযোগ চালানোর সময় নারী কর্মী শাহনাজ খানমের হাত ভেঙে দেয় নৌকার লোকজন।’

তবে নৌকার প্রার্থী ডা. আনোয়ার হোসেন খাঁন এ অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী পবনের সমর্থকরা নৌকার সমর্থকদের ওপর হামলা করেছে। এছাড়া আমাকে হত্যার হুমকি দিয়েছে। এ বিষয়ে আমি জেলা রিটানিং কর্মকর্তাকে জানিয়েছি।’

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, ‘নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সকালে নারী কর্মীর হাত ভেঙে দেওয়ার অভিযোগে রাকিব হোসেন ও মমিনুল আলম ওরফে ইমনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!