ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আল – আরাফাহ এক্সপ্রেসের লক্ষ্মীপুর কুয়াকাটা- সাতক্ষীরা সার্ভিস উদ্বোধন 

  • ফয়সাল কবির
  • আপডেট : ১১:৫৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ৮ জন পড়েছেন

 

 লক্ষ্মীপুরের জনপ্রিয় বাস সার্ভিস অপারেটর আল আরাফাহ এক্সপ্রেস লিঃ আন্ত :জেলা বাস সার্ভিসের অংশ হিসেবে লক্ষ্মীপুর থেকে কুয়াকাটা বরিশাল ও খুলনা সাতক্ষীরা শ্যামনগর রুটের বাস সার্ভিসের উদ্বোধন হয়েছে।

 ২২শে নভেম্বর লক্ষ্মীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নতুন দুটি রুটের বাস উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সিনিয়র  ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম রাজন, জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজু,শ্রমিক নেতা মোহন, মামুন,লক্ষ্মীপুর জেলা নাগরিক টিভির সোহেল রানা, ঢাকা টাইমস লক্ষীপুর জেলা প্রতিনিধি রাজিব হোসেন রাজু,ভাইয়া গ্রূপের রুপালি বাংলাদেশ এর প্রতিনিধি মেহেদী হাসান মাসুম, বাস মালিক পক্ষে কামরুল ইসলাম ও লক্ষ্মীপুর জেলা আল – আরাফাহ রুট পরিচালক ওয়াহিদুর রহমান মুরাদ প্রমুখ।

কুয়াকাটা – সাতক্ষীরা রুটে গাড়ি সুন্দন ভাবে পরিচালনা ও মালিক পক্ষের সুস্থতার জন্য দোয়ার আয়োজন করা হয়। হাফেজ আব্দুল মান্নান দোয়া পরিচালনা করেন। 

আল – আরাফাহ এক্সপ্রেস এর পক্ষে কামরুল ইসলাম বলেন, লক্ষ্মীপুর থেকে যাত্রীদের যে কোনো গন্তব্য যেন স্বাচ্ছন্দে পৌঁছতে পারে তাই আল আরাফাহ এক্সপ্রেস লিমিটেড এর কর্ণধর জয়নাল আবেদীন জনি স্যারের নির্দেশে খুলনা- যশোর- চাপাই- দিনাজপুর -রংপুর- বরিশাল -মাদারীপুর -গোপালগঞ্জ- কুয়াকাটা -ঢাকা সার্ভিস দিচ্ছে নিয়মিত। প্রতিদিন বিকাল চারটা বাজে লক্ষ্মীপুর থেকে কুয়াকাটা গাড়ি ছেড়ে যাবে। ভাড়া রাখা হবে ১২০০ টাকা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের উত্তরচরবংশী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটির বিলুপ্ত  

আল – আরাফাহ এক্সপ্রেসের লক্ষ্মীপুর কুয়াকাটা- সাতক্ষীরা সার্ভিস উদ্বোধন 

আপডেট : ১১:৫৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

 

 লক্ষ্মীপুরের জনপ্রিয় বাস সার্ভিস অপারেটর আল আরাফাহ এক্সপ্রেস লিঃ আন্ত :জেলা বাস সার্ভিসের অংশ হিসেবে লক্ষ্মীপুর থেকে কুয়াকাটা বরিশাল ও খুলনা সাতক্ষীরা শ্যামনগর রুটের বাস সার্ভিসের উদ্বোধন হয়েছে।

 ২২শে নভেম্বর লক্ষ্মীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নতুন দুটি রুটের বাস উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সিনিয়র  ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম রাজন, জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজু,শ্রমিক নেতা মোহন, মামুন,লক্ষ্মীপুর জেলা নাগরিক টিভির সোহেল রানা, ঢাকা টাইমস লক্ষীপুর জেলা প্রতিনিধি রাজিব হোসেন রাজু,ভাইয়া গ্রূপের রুপালি বাংলাদেশ এর প্রতিনিধি মেহেদী হাসান মাসুম, বাস মালিক পক্ষে কামরুল ইসলাম ও লক্ষ্মীপুর জেলা আল – আরাফাহ রুট পরিচালক ওয়াহিদুর রহমান মুরাদ প্রমুখ।

কুয়াকাটা – সাতক্ষীরা রুটে গাড়ি সুন্দন ভাবে পরিচালনা ও মালিক পক্ষের সুস্থতার জন্য দোয়ার আয়োজন করা হয়। হাফেজ আব্দুল মান্নান দোয়া পরিচালনা করেন। 

আল – আরাফাহ এক্সপ্রেস এর পক্ষে কামরুল ইসলাম বলেন, লক্ষ্মীপুর থেকে যাত্রীদের যে কোনো গন্তব্য যেন স্বাচ্ছন্দে পৌঁছতে পারে তাই আল আরাফাহ এক্সপ্রেস লিমিটেড এর কর্ণধর জয়নাল আবেদীন জনি স্যারের নির্দেশে খুলনা- যশোর- চাপাই- দিনাজপুর -রংপুর- বরিশাল -মাদারীপুর -গোপালগঞ্জ- কুয়াকাটা -ঢাকা সার্ভিস দিচ্ছে নিয়মিত। প্রতিদিন বিকাল চারটা বাজে লক্ষ্মীপুর থেকে কুয়াকাটা গাড়ি ছেড়ে যাবে। ভাড়া রাখা হবে ১২০০ টাকা।