
এইচ আর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সিনবাদ রিসোর্ট গ্রুপের ‘সিনবাদ সিগনেচার রিসোর্ট এন্ড বিয়াইন্ড, টেকনাফ উপজেলার ইনানি পয়েন্ট -কক্সবাজার জেলার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক JK Life Style Limited এর ফাউন্ডার ও চেয়ারম্যান ডা. মোঃ জাহাঙ্গীর কবির। সভাপতিত্ব করেন HR Group এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান।
পর্যটকদের বিশ্বমানের সেবা দিতে এইচআর গ্রুপ ইতোমধ্যে কক্সবাজার জুড়ে অসংখ্য রিসোর্ট নির্মাণ করেছেন। তারই ধারাবাহিকতায় নতুন প্রকল্পের উদ্বোধন হয়ে গেল সিনবাদ সিগনেচার রিসোর্টটি ইনানি মেরিনড্রাইভ সংলগ্ন এবং বীচ ও হিলভিউ।
এইচ আর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আন্তর্জাতিক ও স্থানীয় পর্যটকদের সুবিধার্থে ইনানী বিচ সংলগ্ন একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এটি দৃশ্যমান হবে। ইনানী কেন্দ্রিক পর্যটনকেন্দ্র দেশ -বিদেশের পর্যটকদের চাহিদা পূরণ করবে বলে প্রত্যাশা করি ।
পরে মোনাজাতের মাধ্যমে ও স্থানীয় এতিমখানা শিশুদের অংশগ্রহণে নির্মাণ কাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে এইচ আর গ্রুপের কর্মকর্তাও- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।