ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আকাশে উঠেই চাকা খুলে গেলো, পাইলটের দক্ষতায় সফল অবতরণ ২৩ সেকেন্ডে ২১ বার বেত্রাঘাত শিশু শিক্ষার্থীকে : গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ রায়পুরে বিনামূল্যে জেলেরা পেলো প্রয়োজনীয় সামগ্রী লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের লুটপাট : বৃদ্ধাকে নৃশংস ভাবে হত্যা লক্ষ্মীপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে নির্যাতন করে হত্যার অভিযোগ রায়পুরে আওয়ামী সমর্থিত দুই জনপ্রতিনিধিসহ ৬ জন গ্রেফতার নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার লক্ষ্মীপুরে চার শিক্ষার্থী হত্যা মামলায় ১৯ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার পারিবারিক কলহের জেরে স্বামী – স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে চিকিৎসাধীন

আজ থেকে এই সংসদ সম্পূর্ণ অবৈধ: বিএনপি নেতা জিএম সিরাজ

  • জাতীয় ডেস্ক
  • আপডেট সময় : ১২:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • ৬ বার পড়া হয়েছে

আজ থেকে এই সংসদ সম্পূর্ণ অবৈধ: বিএনপি নেতা জিএম সিরাজ।

আজ রোববার সকালে ৭ জনের পদত্যাগপত্র সশরীরে জমা দিতে তারা সংসদ ভবনে যান। পদত্যাগপত্র জমা দিতে সংসদে গেছেন বিএনপি দলীয় ৫ সংসদ সদস্য। আজ রোববার সকালে ৭ জনের পদত্যাগপত্র সশরীরে জমা দিতে তারা সংসদ ভবনে যান।ভেতরে প্রবেশের আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, গতকাল সংসদ বন্ধ থাকায় আমরা ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছিলাম স্পিকারের কাছে। আজ আমরা সশরীরে পদত্যাগপত্র জামা দিতে এসেছি।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপির ৭ জন সংসদ সদস্য পদত্যাগ করলে কিছু যায়-আসে না। গত ৪ বছরে বিরোধী দল বলতে শুধু আমরা ৭ জনই ছিলাম। আর যে বিরোধী দল নামকা ওয়াস্তে আছে, তারা তো পোষা বিরোধী দল। এই পোষা বিরোধী দলের ৪টি বছর গীত-বন্দনা করতে করতেই গেছে। তাই আজকে থেকে সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্ব করার জন্য মানুষ তো নেই, মশা-মাছিও নেই। আমি মনে করি, আজকে থেকে সংসদ সম্পূর্ণ অবৈধ—বলেন তিনি।সিরাজ আরও বলেন, আমরা যখন জনগণের কথা বলতাম, ৩৫০ জনের মধ্যে শুধু ৭ জনের কথা জনগণ শুনতো। ৩৪৩ জন যারা কথা বলতো, সেটা শুধু দেয়াল শুনতো, মানুষ শুনতো না। জাতীয় পার্টি যখন কথা বলতো, মানুষ অন্য চ্যানেলে চলে যেত। আমাদের আন্দোলনের এটাই শুরু, পদত্যাগ দিয়ে শুরু করেছি। ১০টি দফা দেওয়া হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর যুগপৎ আন্দোলন; আমাদের একই দফা, এই সরকারের পতন। জনগণ সরকারকে বাধ্য করবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে। এই দেশে মানুষ যাতে ভোটাধিকার ফিরে পেতে পারে, মানুষ যাতে বাকস্বাধীনতা ফিরে পায় এবং অনতিবিলম্বে এই সংসদ ভেঙে দিতে হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন—বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা।চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঞা অসুস্থ থাকায় তারা উপস্থিত থাকতে পারেননি।বিএনপি দলীয় ৭ সংসদ সদস্য সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদে বলা আছে, কোনো সংসদ সদস্য স্পিকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন, এবং স্পিকার কিংবা স্পিকারের পদ শূন্য থাকিলে বা অন্য কোনো কারণে স্পিকার স্বীয় দায়িত্ব পালনে অসমর্থ হইলে ডেপুটি স্পিকার যখন উক্ত পত্র প্রাপ্ত হন, তখন হইতে উক্ত সদস্যের আসন শূন্য হইবে।

সুত্রঃ ডেইলি স্টার / লক্ষ্মীপুর বুলেটিন/ জেডএইচআর।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিজস্ব প্রতিবেদক

আমাদের সম্পর্কে lakshmipurbulletin সম্পর্কে lakshmipurbulletin লক্ষ্য হল আমাদের পাঠকদের সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রদান করা, যেগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্পগুলিকে কভার করে৷ আমাদের টিম: আমাদের অভিজ্ঞ সাংবাদিক এবং সম্পাদকদের দল উচ্চ মানের সংবাদ এবং বিশ্লেষণ প্রদানের জন্য নিবেদিত। আমরা সর্বশেষ উন্নয়নের অগ্রভাগে থাকার এবং আমাদের পাঠকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর গভীরভাবে প্রতিবেদন প্রদান করার চেষ্টা করি৷আমাদের সাথে কাজ করছেন লক্ষ্মীপুর সদর থেকে মাহমুদুর রহমান মনজু ,রায়পুর থেকে পীরজাদা মাসুদ হোসাইন, রামগঞ্জ থেকে ইয়াকুব আলী এবং কমলনগর থেকে এ আই তারেক। আমাদের কভারেজ: আমরা রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, শিক্ষা, তথ্য ও প্রযুক্তি, বৈশিষ্ট্য, জীবনধারা এবং কলাম সহ বিস্তৃত বিষয় কভার করি। আমাদের লক্ষ্য হল আমাদের পাঠকদের তাদের অবগত থাকার জন্য এবং জ্ঞাত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। আমাদের ভিশন: দ্রুত ক্রমবর্ধমান শ্রোতাদের সাথে lakshmipurbulletin আমাদের নাগাল প্রসারিত করতে এবং আরও বেশি জায়গায় আরও বেশি পাঠকের কাছে খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের পাঠকদের সর্বশেষ খবর এবং বিশ্লেষণ প্রদান করতে নিবেদিত, তারা যেখানেই থাকুক না কেন। যোগাযোগ করুন: প্রশ্ন বা মন্তব্যের জন্য, দৈনিক লক্ষ্মীপুর বুলেটিন পেইজে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার মূল্যবান প্রতিক্রিয়া এবং আপনার কাছ থেকে শোনার জন্য উন্মুখ. ধন্যবাদন্তে সম্পাদক ও প্রকাশক দৈনিক লক্ষ্মীপুর বুলেটিন ।
জনপ্রিয় সংবাদ

আকাশে উঠেই চাকা খুলে গেলো, পাইলটের দক্ষতায় সফল অবতরণ

আজ থেকে এই সংসদ সম্পূর্ণ অবৈধ: বিএনপি নেতা জিএম সিরাজ

আপডেট সময় : ১২:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

আজ থেকে এই সংসদ সম্পূর্ণ অবৈধ: বিএনপি নেতা জিএম সিরাজ।

আজ রোববার সকালে ৭ জনের পদত্যাগপত্র সশরীরে জমা দিতে তারা সংসদ ভবনে যান। পদত্যাগপত্র জমা দিতে সংসদে গেছেন বিএনপি দলীয় ৫ সংসদ সদস্য। আজ রোববার সকালে ৭ জনের পদত্যাগপত্র সশরীরে জমা দিতে তারা সংসদ ভবনে যান।ভেতরে প্রবেশের আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, গতকাল সংসদ বন্ধ থাকায় আমরা ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছিলাম স্পিকারের কাছে। আজ আমরা সশরীরে পদত্যাগপত্র জামা দিতে এসেছি।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপির ৭ জন সংসদ সদস্য পদত্যাগ করলে কিছু যায়-আসে না। গত ৪ বছরে বিরোধী দল বলতে শুধু আমরা ৭ জনই ছিলাম। আর যে বিরোধী দল নামকা ওয়াস্তে আছে, তারা তো পোষা বিরোধী দল। এই পোষা বিরোধী দলের ৪টি বছর গীত-বন্দনা করতে করতেই গেছে। তাই আজকে থেকে সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্ব করার জন্য মানুষ তো নেই, মশা-মাছিও নেই। আমি মনে করি, আজকে থেকে সংসদ সম্পূর্ণ অবৈধ—বলেন তিনি।সিরাজ আরও বলেন, আমরা যখন জনগণের কথা বলতাম, ৩৫০ জনের মধ্যে শুধু ৭ জনের কথা জনগণ শুনতো। ৩৪৩ জন যারা কথা বলতো, সেটা শুধু দেয়াল শুনতো, মানুষ শুনতো না। জাতীয় পার্টি যখন কথা বলতো, মানুষ অন্য চ্যানেলে চলে যেত। আমাদের আন্দোলনের এটাই শুরু, পদত্যাগ দিয়ে শুরু করেছি। ১০টি দফা দেওয়া হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর যুগপৎ আন্দোলন; আমাদের একই দফা, এই সরকারের পতন। জনগণ সরকারকে বাধ্য করবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে। এই দেশে মানুষ যাতে ভোটাধিকার ফিরে পেতে পারে, মানুষ যাতে বাকস্বাধীনতা ফিরে পায় এবং অনতিবিলম্বে এই সংসদ ভেঙে দিতে হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন—বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা।চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঞা অসুস্থ থাকায় তারা উপস্থিত থাকতে পারেননি।বিএনপি দলীয় ৭ সংসদ সদস্য সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদে বলা আছে, কোনো সংসদ সদস্য স্পিকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন, এবং স্পিকার কিংবা স্পিকারের পদ শূন্য থাকিলে বা অন্য কোনো কারণে স্পিকার স্বীয় দায়িত্ব পালনে অসমর্থ হইলে ডেপুটি স্পিকার যখন উক্ত পত্র প্রাপ্ত হন, তখন হইতে উক্ত সদস্যের আসন শূন্য হইবে।

সুত্রঃ ডেইলি স্টার / লক্ষ্মীপুর বুলেটিন/ জেডএইচআর।