সৈয়দ আহমেদ, বিশেষ প্রতিনিধি।
লক্ষ্মীপুর জেলার রায়পুরে ১০ই অক্টোবর ২০২২ তারিখ বিকাল ০৪.৩০ ঘটিকায় উপজেলার চর মোহনা ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের দেওয়ান বাড়ি এলাকায় অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন করার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন অনজন দাশ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং রাসেল ইকবাল সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রায়পুর, লক্ষ্মীপুর।
ঘটনাস্থল থেকে ০১ টি ড্রেজার মেশিন ও ১০০০ মিটার পাইপ জব্দ করা হয়। এ সময় আইনশৃঙখলা রক্ষায় উপস্থিত ছিলেন রায়পুর থানা পুলিশ ও আনসার সদস্যগণ। সহযোগিতায় ছিলেন চর মোহনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিক পাঠান, ০৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আনোয়ার মোল্লা, তারেক আজিজ জনি, রাব্বি এবং গণমাধ্যমকর্মী মোঃ সৈয়দ আহমেদ ,মিলন মাহমুদ সহ অন্যান্য সংবাদ কর্মী ও স্থানীয় জনসাধারন।
অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালি উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসন কর্তৃক নিয়মিত মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান ইউএনও অনজন দাশ ও এসিল্যান্ড রাসেল ইকবাল।