প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৩, ৭:৫০ পি.এম
অধ্যক্ষকে লাঞ্ছিতের অভিযোগে ঘন্টাব্যাপী অবরুদ্ধ সভাপতি রানা।
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হিজবুল বাহার রানার বিরুদ্ধে প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
খবর পেয়ে অভিভাবক ও স্থানীয়রা একত্রিত হয়ে বিদ্যালয় প্রাঙ্গণের একটি কক্ষে প্রতিষ্ঠানটির সভাপতিকে প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ করে রাখেন।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
হিজবুল বাহার রানা কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বশিকপুর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি।
প্রতিষ্ঠানটির অভিভাবক সদস্য মোরশেদ আলম বলেন, সভাপতি হিজবুল বাহার রানা কাউকে কোনো কিছু না জানিয়ে প্রতিষ্ঠানে এসে অধ্যক্ষকে লাঞ্ছিত করেন।
এসময় খবর পেয়ে স্থানীয়রা ও গভর্নিং বডির অন্য সদস্যরা প্রতিষ্ঠানে ছুটে আসেন। লোকজন সভাপতিকে অবরুদ্ধ করে রাখে। পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এ ঘটনার জন্য সভাপতির স্বেচ্ছাচারিতাকেই দুষলেন তিনি।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবদুল বাসেত বলেন, সভাপতি কলেজে এসে আমাকে লাঞ্ছিত করেছেন। আমি এঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
অভিযুক্ত সভাপতি হিজবুল বাহার রানা বলেন, আমি অধ্যক্ষকে অব্যাহতি দিয়েছি। এখানে লাঞ্ছিত করার কিছু ঘটেনি।
এবিষয়ে জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র বলেন, প্রতিষ্ঠানের সভাপতি একক কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় তদন্ত করে বিষয়টি দেখবো।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829