ঢাকাবুধবার , ১৯ অক্টোবর ২০২২
  1. International
  2. অপরাধ
  3. আত্মহত্যা
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আমাদের সম্পর্কে
  7. ইসলাম
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চিকিৎসা
  11. জাতীয়
  12. ত্রাণ
  13. ত্রাণ বিতরণ
  14. দিনলিপি
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর

অগ্রযাত্রা’র অনুসন্ধানী তৎপরতায় কালীগঞ্জ থেকে ভুয়া এনআইডি ও সনদ তৈরিকারী চক্রের মূলহোতাকে আটক করলো র‍্যাব

মোঃ হাছান আহমাদ ভূঁইয়া
অক্টোবর ১৯, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হাছান আহমাদ ভূঁইয়া

অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা’র অপরাধ অনুসন্ধান বিভাগ ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট এর অনুসন্ধানী তৎপরতায় উঠে আসা তথ্যের জেরে গাজীপুরের কালীগঞ্জ থেকে ভুয়া এনআইডি কার্ড, জাল সনদ তৈরি চক্রের মূলহোতা পনির হাসানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এর আগে অগ্রযাত্রা’র অনুসন্ধানী সাংবাদিকরা ছদ্মবেশে পনির হাসানের পরিচালিত ভাই ভাই ডিজিটাল স্টুডিও থেকে তার কাছ থেকে প্রতি পিস ৫০০ টাকার বিনিময়ে প্রমাণসরুপ বেশ কয়েকটি ভুয়া এনআইডি কার্ড ও সনদ সংগ্রহ করে। পরবর্তী অনুসন্ধানে প্রাপ্ত সকল তথ্য র‍্যাবকে জানালে অগ্রযাত্রা’র দেয়া তথ্য যাচাই বাছাই করে অভিযানে যায় র‍্যাব। এ ব্যাপারে র‍্যাব-১ এর সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রতন কুমার দাশগুপ্ত কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়-

অদ্য ১৯ অক্টোবর ২০২২ ইং তারিখ র‌্যাব-১ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন বাশাইর জামালপুর বাজার কফিল উদ্দিন চেয়ারম্যান মার্কেটের ভাই ভাই ডিজিটাল স্টুডিও এন্ড ভিডিও নামক দোকানে ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধভাবে জাল জাতীয় পরিচয় পত্র, বিভিন্ন ইউনিয়নের জাল
নাগরিক সনদ, জাল ট্রেড লাইসেন্স এবং বিভিন্ন শিক্ষাবোর্ডের জাল সনদপত্র তৈরী করে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির নিকট
সরবরাহ করে আসছে। পর্যাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ১৯ অক্টোবর ২০২২ ইং তারিখ আনুমানিক ১২ টা ৩০
ঘটিকায় গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন বাহাদুর সাদী ইউনিয়নের অন্তর্গত বাশাইর জামালপুর বাজারস্থ কফিল উদ্দিন চেয়ারম্যান মার্কেটের ভাই ভাই ডিজিটাল স্টুডিও এন্ড ভিডিও” নামক দোকানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে জাল জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ইউনিয়নের জাল নাগরিক সনদ, জাল ট্রেড লাইসেন্স এবং বিভিন্ন শিক্ষাবোর্ডের জাল সনদপত্র তৈরীকারী ১। পনির হাসান ওরফে পনির হোসেন (২৪), (এনআইডি- ১৫০ ৪২৭ ৭৮১৩), পিতা- মোতালিব হোসেন, মাতা- হাওয়া বেগম, সাং- জামালপুর (মোড়ল
পাড়া), থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর কে আটক করে। এসময় গ্রেফতারকৃত আসামীর দোকান তল্লাশী করে ০৪টি জাল জাতীয়
পরিচয়পত্রের প্রিন্ট কপি, ০১টি জাল ‘জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এর প্রিন্ট কপি, ০১টি জাল ‘সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট
(এসএসসি) ’ এর প্রিন্ট কপি, ০১টি জাল ‘পেশা ও বাণিজ্যিক লাইসেন্স এর প্রিন্ট কপি, ০১টি জাল ‘অষ্টম শ্রেণী পাস সার্টিফিকেট
এর প্রিন্ট কপি ০১ টি সিপিইউ, ০১ টি হার্ডডিক্স, ০১ টি মনিটর, ০১ টি মাউস, ০১ টি কিবোর্ড এবং ০৪ টি ক্যাবল উদ্ধার করা
হয়।ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন বাহাদুর সাদী
ইউনিয়নের অন্তর্গত বাশাইর জামালপুর বাজারস্থ কফিল উদ্দিন চেয়ারম্যান মার্কেটের ভাই ভাই ডিজিটাল স্টুডিও এন্ড ভিডিও” নামক দোকানে ব্যবসার আড়ালে অবৈধভাবে জাল জাতীয় পরিচয় পত্র, বিভিন্ন ইউনিয়নের জাল নাগরিক সনদ ও জাল ট্রেড
লাইসেন্স এবং বিভিন্ন শিক্ষাবোর্ডের জাল সনদপত্র তৈরী করে অর্থের বিনিময়ে সরবরাহ করে প্রতারনা করে আসছিল মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!